বর্তমানে করোনা ভাইরাস সারা পৃথিবীর জন্য এক মহা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে । বিশ্বের সব উন্নত আর শক্তী সম্পন্ন দেশ গুলো চলে গেছে লক ডাউনে। সারা বিশ্বে এখন পর্যন্ত ১৮১ টি দেশে ছড়িয়ে পরেছে এই ভাইরাস। প্রতিদিন মরছে মানুষ ।
চলুন আজকে দেখে নেই বিশ্বের ভয়ংকর ১০ টি মহামারি ।
১০/ Sixth cholera (1910-1911)ঃ
সিক্সথ কলেরা , এই রোগ শুরু হয়েছিল ইন্ডিয়াতে । তারপর এটি ছড়িয়ে পরে মধ্য প্রাচ্য, উত্তর আফ্রিকা , পূর্ব ইউরোপ এবং রাশিয়াতে। ১৯১০ থকে ১৯১১ সালের মধ্যে সব মিলিয়ে মারা যায় প্রায় ৮ লক্ষ্য মানুষ ।
৯/ third cholera 1852
এই থার্ড কলেরার উৎপত্তি ও হয়েছিল ইন্ডিয়াতে । এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে পরেছিল। এই রোগের উপসর্গ ছিল- ডায়রিয়া, বমি, ডি-হাইড্রেশন । এতে মারা গিয়েছিল প্রায় ১ মিলিয়ন লোক । ১৮৫৪ সালে ব্রিটিশ ডাক্তার জন স্নো প্রথম বুঝতে পারে এই রোগ অপরিছন্ন পানি থেকে বিস্তার লাভ করে ।
৮/ Asian Flu- 1957 -
ধারনা করা হয় এই ভাইরাস টি চীন থেকে শুরু হয়েছিল । বন্য হাস আর কিছু মানুষের strain থেকে উৎপত্তি হয়েছিল এই ভাইরাসের । Influenza -A টাইপ ভাইরাস ছিল এটি । ১৯৫৭ সালে এই ভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কার হয় । এটি শেষ পর্যন্ত প্রায় ২ মিলিয়ন মানুষের জীবন কেড়ে নিয়েছিল ।
৭/ হংকং flu- 1968
১৯৬৮ সালে H3N2 subtype ভাইরাসের কারনে influenza শুরু হয় । এই ভাইরাসও এশিয়া থেকেই শুরু হয়েছি । ধারনা করা হয় এই ভাইরাস ১৯৫৭ সালের ভাইরাসের পরিবর্তিত রুপ ছিল ।
এই ভাইরাসের কারন ১ মিলিয়ন লোক মারা গিয়েছিল ।
৬/ Flu- ১৮৮৯-১৮৯০
এই ভাইরাস টি H3N8 subtype ছিল , এটি মূলত রাশিয়া থেকে উৎপত্তি হয়েছিল । প্রায় ১ মিলিয়ন লোক মারা গিয়েছিলো ।
৫/ Antonine Plague (AD 165- 80)
Antonine প্লেগ এর আরেক নাম হচ্ছে প্রেগ অফ গ্যালেন । এই রোগ টি তৎকালীন রোম সম্রাজ্যে আঘাত হেনেছিল । রোমান আর্মি এই রোগে প্রথম সংক্রমিত হয় টাইগ্রিসের একটি শহর দখল করতে গিয়ে । এর পর তারা যখন রোমে ফিরে আসে তখন থেকেই এটি মহামারি আকার ধারন করে । এই রোগে সম্রাট মারকাস আরেলিয়াস সহ প্রায় ৫ মিলিয়ন মারা যায় ইউরেশিয়া অঞ্চলে ।
৪/ plague of Justinian 541-542
541 সালে ছড়িয়ে পরে বিউবনিক প্লেগ । এর কারনে ধ্বংসের কবলে পরে তৎকালীন বাইজান্টাইন সম্রাজ্য (বাইজান্টান পরবর্তীতে কন্সটান্টিনপোল, আর বর্তমানে ইস্টাম্বুল )।
এর সাথে আক্রান্ত হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলের অনেক শহর । এই প্লেগ ছড়িয়ে ছিল মূলত অপরিষ্কার জাহাজ থেকে । যা প্রতিনিয়ত পোর্টে ভিরত । এর প্লেগে ২৫ মিলিয়ন লোকের মৃত্যু হয়েছিল, যা সেই সময় ইউরোপের জনসংখার অর্ধেক ছিল ।
৩/ HIV/AIDS (1976 - present)
এইডস হচ্ছে স্বয়ংক্রিয় ইমিউন রোগ, যা Human Immuno Virus(HIV) থেকে বিস্তার লাভ করে । এটি ১৯৭৬ সালে প্রথম কংগোতে আইডেন্টিফাই হয়। কিন্তু সেটা তখন মহামারি আকারে দেখা দেয়নি । এই রোগটি ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকান জনগোষ্ঠির মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পরে । এখন পর্যন্ত এতে মৃত্যু হয়েছে ৩৫ মিলিয়ন মানুষের ।
২/ Spanish flu 1918
ইতিহাসের অন্যতম মহামারি । এই ভাইরাস টি হচ্ছে H1N1 .
এর দ্বারা আক্রান্ত হয়েছিল প্রায় ৫০০ মিলিয়ন মানুষ । আর মৃত্যু হয়েছিল ৫০ মিলিয়ন । সাধারনত জনাকীর্ণ হাসপাতাল গুলো থেকে ছড়িয়ে ছিল এই ভাইরাস ।
১/ The Black Death 1346-1353
এখন পর্যন্ত ইতিহাসে যত গুলো মহামারি রেকর্ড আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্বক প্রান ঘাতী মহামারি হচ্ছে দি ব্লাক ডেথ। যা ১৩৪৬ থেকে ১৩৫৩ এই সমল কালে হয়েছিল ।
ঐতিহাসিক গনের মতে এই রোগ এশিয়া থেকে জাহাজের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়েছিল । এবং এর জীবানু বহন কারী ছিল কালো ইদুর । এই মহামারিতে ২০০ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল ।
No comments:
Post a Comment