NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

3 Jun 2015

Youtube এ audio jukebox তৈরী করুন খুব সহজে


আমার খুব প্রিয় একটা স্থান হচ্ছে youtube. কারন আমার pc তে থাকা গান খুজতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে youtube থেকে খুজতে । যাক আসল কথায় আসি , আমারা youtube এ অনেক অডিও গানের jukebox দেখি । আপনি চাইলে আপনিও খুব সহজে আপনার প্রিয় গান গুলোকে মনের মত করে সাজিয়ে রেখে দিতে পারেন youtube এ আর শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে ।

অডিও jukebox করার কারন হচ্ছে , মনে করুন আপনার ২০ টি গান আছে একসাথে, আপনি এক নাম্বার গানটি শুনছেন এখন, হঠাত করেই মন চাইলো পনের নাম্বার গানটি শুনবেন , তাহলে টান দিয়ে নিয়ে ঠিকমত যায়গায় নিতে হবে, অনেক সময় কোথায় কোন গানটি আছে সেটিও একটা ব্যাপার হয়ে দ্বারায়। তাই সবচেয়ে ভাল হয় স্কিপেবল jukebox তৈরী করা । প্রথমে সিরিয়াল অনুযায়ী লিষ্ট করে রেখে দিলেন, তারপর যখন যেটা খুশি সেটাতে ক্লিক করে গানটি শুনতে থাকলেন ।

যদি না জানেন কিভাবে তৈরী করতে হয় youtube এ audio jukebox তাহলে দেখে নিন নিচের ভিডিও টি



No comments:

Post a Comment

Post Top Ad