![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHQgbwVV06RqLuP-7GMQZU9eU38JSwRXUnLyZ9pVJYUj8zIw_j_xDWPt5P7OBgDhK6Bcc20RaHMAepORCaaWQoBVhf-6KmmpvU_69-piIKL3oNlQj4vtruDjoasKrnLrjmaNVDVY8kh10t/s1600/jukebox.jpg)
আমার খুব প্রিয় একটা স্থান হচ্ছে youtube. কারন আমার pc তে থাকা গান খুজতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে youtube থেকে খুজতে । যাক আসল কথায় আসি , আমারা youtube এ অনেক অডিও গানের jukebox দেখি । আপনি চাইলে আপনিও খুব সহজে আপনার প্রিয় গান গুলোকে মনের মত করে সাজিয়ে রেখে দিতে পারেন youtube এ আর শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে ।
অডিও jukebox করার কারন হচ্ছে , মনে করুন আপনার ২০ টি গান আছে একসাথে, আপনি এক নাম্বার গানটি শুনছেন এখন, হঠাত করেই মন চাইলো পনের নাম্বার গানটি শুনবেন , তাহলে টান দিয়ে নিয়ে ঠিকমত যায়গায় নিতে হবে, অনেক সময় কোথায় কোন গানটি আছে সেটিও একটা ব্যাপার হয়ে দ্বারায়। তাই সবচেয়ে ভাল হয় স্কিপেবল jukebox তৈরী করা । প্রথমে সিরিয়াল অনুযায়ী লিষ্ট করে রেখে দিলেন, তারপর যখন যেটা খুশি সেটাতে ক্লিক করে গানটি শুনতে থাকলেন ।
যদি না জানেন কিভাবে তৈরী করতে হয় youtube এ audio jukebox তাহলে দেখে নিন নিচের ভিডিও টি
No comments:
Post a Comment