
Adobe Photoshop সব সময়ই ছবি ডিজাইনারদের কাছে সবচেয়ে পছন্দের। কারন Photoshop এর মতো সুবিধা আর কোন ফটো এডিটিং সফটওয়্যার দেয় না। সাধারন ছবি তোলার দোকান থেকে ফ্রীলাঞ্চিং পর্যন্ত সব জায়গায় ফটোশপ সমান জনপ্রিয়। যারা এই পোষ্ট দেখতেছেন তারা ফটোশপ সম্পর্কে কম বেশি অবশ্যই জানেন, না হলে এটা পড়তেন না ।
অ্যাডবি তাদের ফটোশপের নতুন ভার্সন বাজারে এসেছে ২০১৪ সালে । অনেকি ইতিমধ্যে এটা ব্যাবহার করেছেন । আর যারা করেননি তারা ডাউনলোড করে নিতে পারেন।
CC, অর্থাৎ এই ক্রিয়েটিব ক্লাউড সংস্করণে আপনি ইনস্ট্যান্ট আপডেট পেতে থাকবেন। তাছাড়া ফটোশপের এই ভার্সনে এমন অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে যাহ আগে কখনো ছিলনা।
যেমন Editable rounded rectangles, আগে rounded rectangles তৈরি করা গেলেও তা এডিট করা যেতনা, কিন্তু এখন করা যাবে।
ফাইল গুলো সব zip ফাইল হিসেবে আছে । ডাউনলোড করার পর winrar দিয়ে এক্সট্রাক্ট করে নিবেন। কিভাবে এক্টিভেট করতে হবে তার ডিটেইলস ফাইল এর ভিতর দেওয়া আছে । আর এক্টিভেট করতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত ভাবে পোষ্টে দিয়ে দিব। তাহলে ডাউনলোড করে নিন photoshop cc multi language 14.2
No comments:
Post a Comment