যারা দিনরাত ফেসবুক নিয়ে মেতে থাকেন তাদের জন্য সুসংবাদ। অচিরেই ফেসবুকে যোগ হচ্ছে ভয়েস টেক্সট সার্ভিস। এই সেবা চালু হলে বন্ধুদেরকে আপনার সুরেলা কণ্ঠেই ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন। এতে করে আপনার প্রিয়জন খুশিই হবে। হয়তো সেও ফের আপনাকে একটা ভয়েস ম্যাসেজ পাঠিয়ে দিল।
যদিও ফেসবুকের মাধ্যমে ইতোমধ্যে ভয়েস কলের সুবিধা রয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে ভয়েস কলের মাধ্যমে কানেকটেড থাকতে পারছেন। ফেসবুকের ম্যাসেজিং প্রডাক্টের ভাইস প্রিন্সিপাল ডেভিড মারকাস জানান, ফেসবুক পরীক্ষামূলকভাবে ভয়েস টেক্সট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এই সেবার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা অনায়াসেই ভয়েস ক্লিপস আদান-প্রদান করতে পারবেন। মারকাস বলেন, ‘ধরুণ আপনি একটি মিটিং কিংবা গানের অনুষ্ঠানে আছেন। আপনি ভাবছেন ওখানকার আবহের সঙ্গে আপনার বন্ধুকেও পরিচিত করবেন। তাই তাকে সেখান থেকেই ভয়েস টেক্সট পাঠিয়ে দিলেন।
আপনার বন্ধু টেক্সটটি শুনে বুঝতে পারবে আপনি কোথায় আছেন।’ মারকাস জানান, আপাতত ফেসবুক ছোট আকারে ভয়েস টেক্সট চালু করবে। সফলভাবে পরীক্ষা-নীরিক্ষা করার পরেই সবার জন্য এ সেবা উন্মুক্ত করা হবে।
24 Jan 2015
Facebook চালু করতে যাচ্ছে ভয়েস text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment