NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

30 Dec 2014

ফোনে আঁকতে পারেন মনের মত ছবি silk paint drawing এর সাহায্যে

আপনি কি ছবি আঁকতে ভালবাসেন ? না এখানে ছবি আকার কোন প্রতিযোগীতা নাই। প্রযুক্তির ছোঁয়ায় ছবি আকতে এখন আর রং তুলির প্রয়োজন পড়ে না। ডিজটাল ডিভাইস দিয়েই তা করে ফেলা যায়। এমনকি মুঠোবন্দী স্মার্টফোনের সাহায্যেও আকাঁ যায় মন মতো ছবি। এ জন্য রয়েছে নানা অ্যাপ্লিকেশন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ‘Silk paints drawing’ নামের অ্যাপটি বেশ কাজের। এই চমৎকার drawing app এর সাহায্যে আপনার display তে ফুটিয়ে তুলতে পারেন আপনার অসাধারন অথবা খুবই সাধারন সৃষ্টি শীলতাকে ।

তাহলে এক নজরে দেখে নিতে পারেন এর ফিচার সমূহঃ

  1. অ্যাপ্লিকেশনটি যে কোনো টার্চ পেন সমর্থন করে। ফলে আঙ্গুলের স্পর্শের পাশাপাশি টার্চ পেন দিয়েও ছবি আকাঁ যাবে।
  2. ছবি আকাঁর পর তা সরাসরি বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
  3. কাস্টমাইজ করে নানা আল্পনাও আকাঁ যাবে এটির সাহায্যে।
  4. ছবি তোলার পর তা এডিটিং করা যাবে।
  5. অ্যাপটি খুব সাধারণ এবং হালকা। তাই সহজে ব্যবহার করা যাবে ও স্মার্টফোন ল্যাগ করবে না।
  6. মাল্টিটাচ নেভিগেশন এবং জুম ফিচার রয়েছে অ্যাপটিতে।
  7. আ্যাপটির সাহায্যে লাইভ ওয়ালপেপার তৈরি করা সম্ভব।
  8. আর কি কি করা যায় আমি জানি না, আপনি ব্যাবহার করলেই বুঝতে পারবেন আশাকরি ।
তাহলে বিনামূল্যে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে

ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা -

No comments:

Post a Comment

Post Top Ad