পেন ড্রাইভ খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস । অনেক সময় হয়ত এই পেন ড্রাইভ কে পাসওয়ার্ড দিয়ে রাখার প্রয়োজন হতে পারে। কোন প্রকার সফটওয়্যার ছাড়া শুধুমাত্র উইন্ডোজ ব্যাবহার করে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনার সাধের পেন ড্রাইভে।
নিচের পদ্ধতি অনুসরন করুন হয়ে যাবে ।
- প্রথমে পেন্ড্রাইভ পিসি প্রবেশ করান।
- এখন আপনার পেনড্রাইভ এর উপর রাইট ক্লিক করুন ।
- এখন Turn on Bitlocker এ ক্লিক করুন, নতুন উইন্ডো আসবে
- এখন use a password to unlock this drive এই ঘরটিতে টিক দিন। তারপর আপনার মন মত পাসওয়ার্ড দিন, দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড কনফার্ম করুন
- এখন next বাটনে ক্লিক করুন
- নতুন উইন্ডো আসলে সেখান থেকে save to my file select করে রিকভারী কী সেভ করে রাখুন।
- তারপর next button এ ক্লিক করুন।
- তারপরের উইন্ডো আসলে প্রথম টিতে ক্লিক করুন। তারপর next বাটনে ক্লিক করুন ।
- এখন start encrypting এ ক্লিক করে অপেক্ষা করুন ।
- আপনার পেনড্রাইভ লক হয়ে গেছে । নতুন উইন্ডো আসলে ক্লজ করে দিবেন। এখন পেনড্রাইভ পিসি থেকে খুলে আবার লাগালে দেখবেন পাসওয়ার্ড লিক হয়ে থাকবে। ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাবে। দরকার হলে পাসওয়ার্ড দিয়ে খুলে ব্যাবহার করুন ।
ধন্যবাদ , ভাল থাকুন সুখে থাকুন এই কামনা----
No comments:
Post a Comment