NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

28 Oct 2014

photoshop cs6 with ক্র্যাক download

এডবি ফটোশপ বিশ্ববিখ্যাত একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার । আসলে এই সফটওয়্যার নিয়ে বেশি কথা বলার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।

তাহলে আসুন সরাসরি কাজের কথায় আসি। আজকে আপনাদেরকে দিচ্ছি photoshop cs6 এর ফুল ভার্সন ।



ডাউনলোড লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিন।

তারপর winrar অথবা 7zip দিয়ে এক্সট্রাক্ট করে নিন।

Winrar না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে। স্বাভাবিক ভাবে ইন্সটল করে নিন।



ফটোশপ ফাইলটি ডাউনলোড করার পর , তার উপর রাইট ক্লিক করুন, তারপর extract files এ ক্লিক করুন । extract করার পর আরো দুটি rar ফাইল পাবেন । একটি ফটোশপের মূল ফাইল আরেক টি ক্র্যাক এবং প্যাচ ফাইল। একি নিয়মে দুটি এক্সট্রাক্ট করে



এখন Photoshop_13_LS16 এই ফাইল এর উপর ডাবল ক্লিক করুন। নতুন করে ফটোশপ এক্সট্রাক্ত হবে।
তারপর সাধারনত একাই সেট আপ শুরু হয়। যদি না হয় তাহলে Adobe CS6 ফোল্ডার থেকে set up exe file টি চালু করুন। সেট আপ করুন স্বাভবিক



ইন্টারনেট কানেকশন বন্ধ করে নিতে পারেন। বন্ধ করে নেওয়া ভাল।


ইন্সটল করার সময় trial হিসেবে ইন্সটল করুন।


ইন্সটল শেষ করার পর crack / patch file এ দেখুন । 32/64 bit এর ক্ষেত্রে আপনি যেট ইন্সটল করেছেন সেই ফোল্ডারে যান। তারপর crack ফোল্ডারে দেখুন amtlib.dll ফাইল আছে। এই ফাইলটি কপি করুন। তার যেখানে ইন্সটল করেছেন সেখানে নিয়ে paste করুন। সাধারণত---- = c/program files/Adobe/Adobe Photoshop CS6, এই ফরম্যাটে থাকে। এক ফোল্ডারে আগে কপি করা ফাইল টি paste করুন , replace করার অপশন আসলে replace করুন। এখন আপনার সফটওয়ার রান করুন, ফুল ভার্সন হয়ে গেছে।



ডাউনলোড লিঙ্ক photoshop cs6 with ক্র্যাক


--------------------------------
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায়




3 comments:

  1. অনেক দিন ধরে খুজতে ছিলাম, ধন্যবাদ, ফাইনালি একটা working লিঙ্ক পেলাম

    ReplyDelete
    Replies
    1. আরে ভাই এটাত অনেক আগে ভার্সন এখন হইল CC14
      ডাউনলোড করতে চাইলে আসতে পারেন https://kalamfaim.com

      Delete
    2. জাকির5 June 2015 at 11:05

      kalam faim vai-- আপনি মনে হয় জানেন না cc14 এ সমস্যা আছে , বড় ফাইল রান করাতে গেলে ক্র্যাস করে । তাই এই ভার্সন টাই ভাল । :>)

      Delete

Post Top Ad