NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

16 Mar 2013

ব্লগে যুক্ত করুন ফেসবুক প্রোফাইল

ব্লগে কিভাবে ফেসবুক প্রোফাইল বক্স যুক্ত করতে হয় প্রায় সবাই জানেন। তবে কিছু আছে একেবারেই নতুন, তাদের জন্যই এই পোষ্ট। যারা জানেন তারা কষ্ট করে বাকি টুকু পড়ার দরকার নেই। যারা জানেন না তারা দেখুন। ব্লগে ফেসবুক প্রোফাইল যুক্ত করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন।
1. প্রথমে এই লিঙ্কে যান।ফেসবুকে লগইন করা অবস্থায় থাকলে নিচের চিত্রের মত পাবেন। সেখান থেকে profile/ like/ photo/ page/ badge নামে চারটি অপশন আছে, আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করুন।

তারপর নিচের চিত্রের মত আসবে। এখানে আপনি চাইলে এডিট করতে পারেন। তারপর ব্লগার হলে ব্লগার এ ক্লিক করুন। অনেক সময় এভাবে সমস্যা হতে পারে। সবচেয়ে সহজ হচ্ছে , other এ ক্লিক করুন তাহলে নিচে কোড বক্স আসবে। নিচের চিত্র দেখুন।

এখন কোড গুলো কপি করুন। তারপর আপনার ব্লগে লগইন করুন। তারপর layout এ যান। এখন add a widget এ ক্লিক করুন।
এখন window আসবে সেখান থেকে html/javascript সিলেক্ট করুন।
টাইটেল এ কিছু লেখলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। আর বক্স এর ভিতরে কপি করা কোড পেস্ট করে দিন। তারপর সেভ করুন। কাজ শেষ। ব্লগে যোগ হয়ে গেছে আপনার ফেসবুক প্রোফাইল বেডজ। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা। ধন্যবাদ। সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।





facbook profile for bloger

No comments:

Post a Comment

Post Top Ad