NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

20 Feb 2013

antivirus ছাড়াই কম্পিউটার কে ভাইরাস মুক্ত করুন

কম্পিউটার ব্যাবহার কারী সবাই কম বেশি ভাইরাসের সাথে পরিচিত। আর কম্পিউটারের এই সমস্ত ভাইরাস কে রিমুভ করতে আমরা বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ব্যাবহার করে থাকি। কিন্তু আমরা চাইলে অনেক প্রকার ভাইরাস কে দূর করতে পারি কোন এন্টিভাইরাস ছাড়াই। আবার এমন কিছু ভাইরাস যা হয়ত আপনার এন্টিভাইরাস ও রিমুভ করে না। সেগুলো কে আসুন আজকে বিদাই করে দেই কম্পিউটার থেকে। না কোন সফটওয়্যার লাগবে না। আপনার পিসিতে বিল্ট ইন অবস্থায় যে নোটপ্যাড আছে সেটার সাহায্যেই দূর করতে পারেন এসব ভাইরাস।
প্রথমে আপনার নোটপ্যাড ওপেন করুন। > start > search box এ লেখুন notepad, তাহলেই পেয়ে যাবেন। তারপর নোটপ্যাড ওপেন করুন।
এখন নিচের কোড গুলো কোন পরিবর্তন না করে হুবগু কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন।
=====================================================

==========cd c:

==========cd \

==========del c:\"autorun.inf"/ah/s/q/f

==========del c:\"autorun.ini"/ah/s/q/f

==========del c:\"desktop.ini"/ah/s/q/f

==========del c:\"new folder.exe"/ah/s/q/f

==========del d:\"autorun.inf"/ah/s/q/f

==========del d:\"desktop.ini"/ah/s/q/f

==========del d:\"autorun.inf"/ah/s/q/f

==========del d:\"new folder.exe"/ah/s/q/f

==========del e:\"autorun.inf"/ah/s/q/f

==========del e:\"desktop.ini"/ah/s/q/f

==========del e:\"autorun.inf"/ah/s/q/f

==========del e:\"new folder.exe"/ah/s/q/f

==========del f:\"autorun.inf"/ah/s/q/f

==========del f:\"desktop.ini"/ah/s/q/f

==========del f:\"autorun.inf"/ah/s/q/f

==========del f:\"new folder.exe"/ah/s/q/f

==========del g:\"autorun.inf"/ah/s/q/f

==========del g:\"desktop.ini"/ah/s/q/f

==========del g:\"autorun.inf"/ah/s/q/f

==========del g:\"new folder.exe"/ah/s/q/f

==========Explorer c:

msg %username% "Thumbs Remover - by Programmer sadik,"

=============================================

এবার ফাইল এ ক্লিক করে সেভ এস দিয়ে sk.bat নামে সেভ করুন। তারপর ফাইল টাকে রান করুন ডাবল ক্লিক করে। ডস মুড চালু হবে, আপনার কিছু করার দরকার নেই। অপেক্ষা করুন ভাইরাস ডিলিট করা শেষ হলে ওকে করুন। কাজ শেষ।





1 comment:

Post Top Ad