আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যাবহার করি আমাদের কম্পিউটারে। অনেক সময় দরকার শেষ হলে সেগুলেকে আন ইন্সটল করার দরকার পরে। স্বাভাবিক ভাবে সাধারনত আন ইন্সটল করে থাকি। কিন্তু বিপদ হয় কিছু সময়। অনেক সফটওয়্যার আছে যেগুলো করাপ্টেড হয়ে যায়। এই সব বেজাত সফটওয়্যার আন ইন্সটল করতে গেলে দেখে দেয় অনেক সমস্যা। আবার বিভিন্ন এন্টিভাইরাস আছে যেগুলো কে নরমাল ভাবে আন ইন্সটল করতে গেলে বিভিন্ন জারম ফাইল রেখে যায় আমাদের কম্পিউটারে। এসম ঝামেলা থেকে বাচার জন্যই ব্যাবহার করতে পারেন পারফেক্ট আন ইন্সটলার।
নিচে এক পলকে দেখে নিন এর বৈশিষ্ঠ সমুহ
- আপনার পিসি থেকে অবাঞ্ছিত বা দূষিত প্রোগ্রাম আনইনস্টল করতে পারবেন.
- Add / Remove Programs এর মাধ্যমে যেসব প্রোগ্রাম আনইনস্টল করা যায় না সেগুলো কে জোর করে আন ইন্সটল করতে পারবেন
- সমস্ত রেজিস্ট্রি এন্ট্রি এবং ড্রাইভার প্রোগ্রাম খুব সহজেই পরিষ্কার করতে পারবেন।
- আপনার কম্পিউটারে ইনস্টল একটি নির্দিষ্ট প্রোগ্রাম এর বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
- পিসি ক্রাস করলে সিস্টেম রেস্টর করে পুরাতন ফাইল সমূহ ফিরত পাবেন।
- সম্পূর্ণরূপে অ্যাডোবি, AOL টুলবার, থামো, গড়, ESET NOD32, ইন্টারনেট এক্সপ্লোরার 8, McAfee, মাইক্রোসফট অফিস, নিরো 7, নর্টন, ESET NOD32 এবং আরো অনেক কঠিন প্রোগ্রাম আনইনস্টল সম্পূর্ণ রূপে আন ইন্সটল করতে পারবেন।
No comments:
Post a Comment