জীবন টা যেন সত্যই এক
ছন্দহীন কাব্যের মত।
সুখ স্বপ্ন গুলো বুকে বিঁধে
তীক্ষ্ণ কাঁটা তারের মত,
মাঝি বিহীন নৌকার মত চলে
সময়,
এলোমেলো ছন্দহীন,
মিশতে চায় কোন দূর সীমানায়,
স্রোতের টানে চলছি অবিরাম ।
আকাশের চাঁদ টাকে আর
ভাললাগেনা আগের মত,
তারার পানে চেয়ে গান গাওয়ার
ইচ্ছাটাও
কিভাবে যেন মরে গেছে,
যান্ত্রিক কোলাহল আর
স্বার্থের পিছে ছুটতে থাকা,
মানুষ গুলোও বড় আজব ।
বাইরের পোষাকের চাকচিক্য
রক্ষা করতে গিয়ে
মনের ভিতর টাতে যে ময়লার
স্তুপ জমা হয় বুজতেই
পারেনা কোনদিন ।
No comments:
Post a Comment