আপনি কি আপনার অথবা আপনার পছন্দের ছবি দিয়ে কার্টুন বানাতে চান? তাহলে দেখুন। খুব সহজেই বানাতে পারেন আপনার পছন্দের ছবির কার্টুন।আমরা ইচ্ছা করলে ফটসপ ব্যাবহার করতে পারি। কিন্তু যেটা এত সহজে সম্ভব সেটা এত কষ্ট করে বানাব কি করতে।
প্রথমে এইখানে যান।সেখান থেকে আপনি কি রকম কার্টুন বানাতে চান সেটা সিলেক্ট করুন। তারপর ব্রাউজ করে আপনার পছন্দের ছবি আপলোড করুন।ট্যাগ নেম এর যায়গায় একটি নাম দিন। কম করে হলেও ইংরেজিতে তিন টি অক্ষর লিখতে হবে।
এখন ব্রাউজ এর পাশেই দেখুন cartunize photo. নামে একটি বাটিন আছে সেখনে ক্লিক করুন। এখন ১৫ সেকেন্ড এর একটি কাউন্টডাউন হবে।তারমানে ১৫ সেকেন্ড সময় নিবে আপনার কার্টুন তৈরী হতে। এখন যে পেইজ আসবে সেখানে Done, click here to view এ ক্লিক করুন, আর দেখুন আপনার কার্টুন।
প্রথমে এইখানে যান।সেখান থেকে আপনি কি রকম কার্টুন বানাতে চান সেটা সিলেক্ট করুন। তারপর ব্রাউজ করে আপনার পছন্দের ছবি আপলোড করুন।ট্যাগ নেম এর যায়গায় একটি নাম দিন। কম করে হলেও ইংরেজিতে তিন টি অক্ষর লিখতে হবে।
এখন ব্রাউজ এর পাশেই দেখুন cartunize photo. নামে একটি বাটিন আছে সেখনে ক্লিক করুন। এখন ১৫ সেকেন্ড এর একটি কাউন্টডাউন হবে।তারমানে ১৫ সেকেন্ড সময় নিবে আপনার কার্টুন তৈরী হতে। এখন যে পেইজ আসবে সেখানে Done, click here to view এ ক্লিক করুন, আর দেখুন আপনার কার্টুন।
No comments:
Post a Comment