NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

18 Mar 2013

lock করে রাখুন পারসোনাল folder গুলোকে

আমদের অনেক সময় পারসনাল কিছু ফাইল লুকিয়ে রাখার দরকার হয়। এজন্য স্বাভাবিক ভাবে folder hide করে রাখা যায়। কিন্তু যারা কম্পিউটার সম্পর্কে একটু আধটু জানে তারা বের করে ফেলতে পারে এসব হাইড করা ফাইল। তাই অনেকেই folder lock বা folder password protected করে রাখতে চান। যারা folder password বা folder lock করে রাখতে রাখতে চান তারা সংগ্রহে রাখতে পারেন নিচের দুটি সফটওয়্যার।
1. Dr lock password
এটি একটি portable software. মানে ইন্সটল করার ঝামেলা নাই।এটি অনেক ছোট কিন্তু কাছের বেলায় খুব পাংখা। আপনি যে folder lock বা পাসওয়ার্ড দিবেন সেখানে গিয়ে এটাকে পেস্ট করুন তার পর ডাবল ক্লিক করে password দিন । ব্যাস আপনার কাজ হয়ে গেছে। ভুল করেও password ভুলে যাইয়েন না তাহলে ভুল আসলেই ভূল হয়ে যাবে।
Download dr pass locker
2.. Fack folder
পি সি তে ইন্সটল করুন। তারপর passworrd দিন। তারপর যে folder locke করবেন সেটা দেখিয়ে দিন ব্যাস কাজ শেষ।
Downlod fack folder.
দুটি সফটওয়্যার রার ফাইল হিসেবে আছে ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নিন তার পর ইন্সটল করুন।
যারা রার ফাইলে কিভাবে কাজ করতে হয় জানেন না। তারা এখান থেক winrar soft টি ডাউনলোড করে নিন। তার পর ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে, আপনি যে রার ফাইলটি এক্সট্রাক্ট করবেন সেটার উপর রাইট ক্লিক করুন। তারপর extract files এ ক্লিক করুন। দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলে পেয়ে গেছেন





No comments:

Post a Comment

Post Top Ad