NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

10 Dec 2012

মিনিটে আয় করুন ডলার




মিনিট ওয়ার্কার্স কি ?
মিনিট ওয়ার্কার্স হচ্ছে এমন একটি সাইট যেখানে ছোট ছোট সহজ কাজ করে টাকা আয় করতে পারবেন।
বর্তমানে বিভিন্ন সাইট রয়েছে যেখানে ছোট কাজ পাওয়া যায়। কিন্তু সব সাইটেট বিশ্বাস যোগ্যতা নিয়ে যতেষ্ট প্রশ্ন আছে । তবে মিনিট ওয়ার্কার্স অত্যান্ত বিশ্বাস যোগ্যতার প্রমান দিয়ে চলেছে অনবরত।


আপনার অলস সময় গুলোকে টাকাতে পরিনত করতে পারেন খুব সহজেই।

কাজের ধরনঃ
এখানের কাজ গুলো খুবই ছোট হয়ে থাকে । বেশির ভাগ কাজ কমপ্লিট করতে সময় লাগে ৫ মিনিটের কম।
উদাহরন হিসেবে বলা যায়, এখানে বেশির ভাগ কাজ হল, বিভিন্ন সাইটে সাইন আপ করা।
দেখা যাচ্ছে সেখানে সাইট এর লিঙ্ক দেওয়া আছে সেখনে গিয়ে আপনাকে সাইন আপ করতে বলবে ।
সাইন আপ করার পর সেটা প্রুভ হিসেবে জমা দিলেই পেয়ে যাবেন আপনার পে মেন্ট।

তবে এখানে কাজ যেমন সহজ আর ছোট তেমনি পেমেন্ট কম মনে রাখবেন। দেখা যাবে ১০ টি কাজ করে আপনি পাবেন ১ ডলার। অর্থাৎ ৩০ মিনীট পরিশ্রম করে ৭৫ টাকা। আমার হিসেবে খারাপ। বসে থাকার চেয়ে  ৭০ টাকা খারাপ কি?



টাকা উঠানো ঃ
এখান থেকে পে পাল অথবা পেজা (এলারট পে) টাকা উঠাতে পারবেন। ১০ ডলার হলে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন আপনার পে পাল বা পেজা একাউন্ট এ ।

রেজিস্ট্রেশন করা ঃ


সম্পূর্ণ ফ্রিতে করে ফেলতে পারেন আপনার মিনিট ওয়ার্কার্স একাউন্ট ।

Minute workers.com  এখানে ক্লিক করলে নিচের চিত্রের মত। দেখতে পাবেন। প্রয়জনীয় তথ্য দিয়ে সাইন আপ করুন। তবে খেয়াল করবেন, প্রথমেই আপনাকে সতর্ক করে দিচ্ছে, দেখুন। একটি পিসি থেকে সুধু মাত্র একটি একাউনট করতে পারবেন।

সব কমপ্লিট করে কেপচা পুরন করে রেজিস্টার ক্লিক করুন।  এরপর আপনার মেইল চেক করুন। সেখান থেকে আপনার একাউন্ট এক্টিভেট করে লগ ইন করুন।  


কাজ করবেন কিভাবে ?
প্রথমে আপনার একাউন্ট এ লগ ইন করুন। তারপর ক্লিক করুন available job . এখন দেখবেন জব এর একটি লিশট আছে নিচের দিকে। সেখান থেকে আপনি যে কাজটি করতে চান সেটা বাচাই করুন। প্রতিটি জব এর পাশে দেখবেন টাকা অঙ্ক উল্লেখ করা আছে ।

নিচের চিত্র টি ভাল ভাবে খেয়াল করুন। একটি কাজের বিবরন দিয়ে দিলাম

তবে আমাদের দেশের নেটের যে স্পিড সে হিসেবে , আপনি যে কাজটি করবেন সেটি আগে শেষ করুন। তারপর I Accept this job এ ক্লিক করে আপনার প্রুভ সাবমিট করুন, এটাই ভাল হবে ।

ভাল থাকবেন। আজ এ পর্যন্তই । সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ।

আমদের ফেসবুক পেজ । INFO WORLD.  মন চাইলে একটা লাইক দিয়ে রাখতে পারেন, যেহেতু লাইক দিতে টাকা লাগেনা সমস্যা কি ??

No comments:

Post a Comment

Post Top Ad