NEWS

বাংলায় তুলি প্রযুক্তির সুর

3 Aug 2015

বুটেবল করুন পেনড্রাইভ খুব সহজে

আমাদের অনেক সময় ইন্টারনেট থেকে iso ফাইল ডাউনলোড করতে হয় । এই সব iso ফাইল পিসিতে কাজ করাতে হলে বুটেবল সিডি বা পেন্ড্রাইভ প্রয়োজন হয় । যেমন গেমস , অপারেটিং সিস্টেম, লিনাক্স , উইন্ডোজ ইত্যাদি ।

আসুন দেখি কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বুটেবল পেনড্রাইভ! আর এর সুবিধা হল নতুন করে কোন সিডি ডিভিডি burn করতে হবে না ।

সফটওয়্যার টির নাম হচ্ছে Rufus, এর সাহায্যে দ্রুত এবং খুব সহজে তৈরী করতে পারেন বুটেবল পেন্ড্রাইভ ।

Download Rufus from the below link

ডাউনলোড করার পর স্বাভাবিক ভাবে ইন্সটল করুন । তারপর একটি পেনড্রাইভ প্রবেশ করান মিনিমাম ৮ GB হলে ভালো তবে ৪ জিবি শুধু মাত্র ৩২ বিট উইন্ডোজ সেটআপ জন্য । ৬৪ বিটের জন্য নিম্মে ৮ জিবি হতে হবে ।

pen-drive প্রবেশ করানোর সাথে সাথে নিচের চিত্রের মত আসবে । তারপর দেখুন 1 দেওয়া স্থানে ক্লিক করে iso image সিলেক্ট করুন । তারপর 2 এর যায়গায় ক্লিক করে আপনার iso ফাইলটি সিলেক্ট করে দিন তারপর start button এ ক্লিক করুন । এখন অপেক্ষা করুন শেষ হওয়া পর্যন্ত । ফাইল এর সাইজ অনুযায়ী সময় লাগবে । windows 10 বুটেবল হতে সাধারণত ২০ থেকে ৩০ মিনিট সময় লাগতে পারে ।

No comments:

Post a Comment

Post Top Ad